স্কলারশিপ নিয়ে স্নাতক করুন কানাডায় 

  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে চার বছর মেয়াদী স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়। ‘কনকর্ডিয়া প্রেসিডেন্টশিয়াল স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৯ ফেব্রুয়ারী ২০২৩।
 
‘কনকর্ডিয়া প্রেসিডেন্টশিয়াল স্কলারশিপ’ এই বৃত্তিটি বিশ্বব্যাপী দেওয়া হয় যাদের শিক্ষাজীবনে নেতৃত্বগুণালী, কমিউনিটি উন্নয়ন সহায়তা দক্ষতা ও বিশ্ব নেতৃত্বের গুণাবলী রয়েছে। বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি মওকুকসহ আবাসন ও শিক্ষা উপকরণ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত পছন্দের যেকোন বিষয় নিয়ে স্নাতক করার সুযোগ রয়েছে।

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়টি কানাডার বহু সাংস্কৃতির শহর মন্টিলে অবস্থিত। প্রতিষ্ঠানটি ৫০ বছর আগে ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি কানাডার একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা:
• যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• আবাসন খরচ প্রদান করবে।
• স্নাতক চার বছর অধ্যয়নকালে বই পুস্তক ব্যয় বহন করবে।
• পছন্দের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

আবেদন যোগ্যতা:
• আর্ন্তজাতিক শিক্ষার্থী হতে হবে।
• উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
• স্নাতক চার বছর পড়াকালে অর্থোপার্জনে প্রবেশ করা যাবে না।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  
• ইংরেজি ভাষায় দক্ষতার সনদ প্রদশন করতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে ০৯ জানুয়ারি ২০২৩ থেকে। 

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন
https://www.concordia.ca/students/financial/scholarships-funding/scholarships/presidential.html?fbclid=IwAR0M-yV6DmuOveHQIXCt_nEWdO3ON1qddPIc3d1jNQUmSkjipbziKYjCFpY


সর্বশেষ সংবাদ