কুমিল্লার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবে জেলা পরিষদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১০:২৮ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২২, ১০:২৮ PM
কুমিল্লা জেলার যেসকল মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারের অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদেরকে এককালীন বৃত্তি প্রদান করবে কুমিল্লা জেলা পরিষদ । ২০২২-২০২৩ অর্থ বছরের কুমিল্লা জেলা পরিষদ নিজস্ব তহবিলের আওতায় এই বৃত্তি প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২২।
আবেদনের শর্তাবলি:
• ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ–৫ থাকতে হবে।
• কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
• মুক্তিযুদ্ধ/পোষ্য/ প্রতিবন্ধী/উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
• আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
• মুক্তিযোদ্ধা পোষ্য প্রমাণের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার অনুকূলে প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা বিভাগ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি।
• স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে নাগরিকত্ব সনদপত্র।
• এস. এস. সি/সমমান এবং এইচ. এস. সি / সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি।
• সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত (গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ছবি ।
• আর্থিক অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আবেদনকারীকে আর্থিক অস্বচ্ছলতার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধানের স্বাক্ষর/মতামতসহ আগামী ৩১/১০/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, কুমিল্লা বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর ব্যতিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।