সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রস্তুত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২২, ০৫:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত। আজ বুধবার রাতে অথবা আগামীকাল বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল প্রকাশে ভর্তি কমিটি সাবধানতার সঙ্গেই কাজ করছেন। দ্রুত ফল প্রকাশের চেয়ে কমিটি নির্ভুল ফলে বেশি গুরুত্ব দিচ্ছেন। রি-চেকের এ প্রক্রিয়া শেষ হয়েছে। ইতোমধ্যে ফল ঢাবির অনলাইন ভর্তি কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। অনলাইন কমিটি যেকোন সময় ফল প্রকাশ করতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বুধবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল তৈরির কাজ শেষ হয়েছে। আমরা ইতোমধ্যে অনলাইন ভর্তি কমিটির কাছে ফল হস্তান্তর করেছি। আশা করছি কালকের মধ্যে ফল প্রকাশিত হবে।
আরও পড়ুন: আ.লীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ২০ শিক্ষার্থী আহত
এর আগে, গত শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই ইউনিটে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০০টি প্রশ্ন দেয়া ছিল। সময় নির্ধারিত ছিল ১ ঘণ্টা।
ভর্তি পরীক্ষার ১০০ নম্বরবন্টন হলো- বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২০ এবং মার্কেটিং/ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে যেকোনো একটির উত্তর করতে হয়েছে। এটাতেও নম্বর ছিল ২০। উচ্চমাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজিসহ অনুসৃত পাঠ্যক্রমের ভিত্তিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
যেভাবে তৈরি হচ্ছে ফল
ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর/গ্রেডের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করা হবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে।
এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত নম্বরের জিপিএর ১০ নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর ১০ নম্বরে রূপান্তর করে এই দুইয়ের যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে।