প্রকৌশল গুচ্ছের বিষয়ভিত্তিক ফল প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৪:১৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২২, ০৪:২৭ PM
দেশের ৩টি প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা এই ফল দেখতে পারছেন। এবারে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৫শ টাকা।
ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ফল দেখতে এখানে ক্লিক করুন।
আর্কিটেকচার বিভাগের ফল দেখতে এখানে ক্লিক করুন।
ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ফল এবং দেখতে এখানে ক্লিক করুন।
এর আগে, মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে আগামী ২০ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে https://admissionckruet.ac.bd/ লিংকে প্রবেশ করে Online Choice Form এর প্রয়োজনীয় তথ্য পূরণ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করেন।
আরও পড়ুন : ফেসবুক পোস্টে কমেন্ট করায় বশেমুরবিপ্রবি ছাত্রকে মারধর
এর আগে, ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।