গুচ্ছের ‘ক’ ইউনিটে ২য় রুহুল্লাহ মাহি

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে এ ফল প্রকাশিত হয়।

গুচ্ছের বিজ্ঞান ইউনিটের প্রকাশিত ফলে ৩য় হয়েছেন মো. রুহুল্লাহ মাহি নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, ‘ক’ ইউনিটে ৮৭ দশমিক শূন্য নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন তিনি। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। রুহুল্লাহ মাহি চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী।

এদিকে ‘ক’ ইউনিটে ৮৭ দশমিক ৫০ পেয়ে প্রথম হয়েছেন দু’জন। তাদের একজন সুমাইয়া রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যৌথভাবে প্রথম হওয়া আরেক শিক্ষার্থী সুমাইয়া বিনতে মাসুদ। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছেন তিনি।

আরও পড়ুন : পাস করেও ভর্তির সুযোগ পাবেন না ৮৬% ভর্তিচ্ছু 

জানা গেছে, গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে ৩০ নম্বরের সমান ও বেশি নম্বর পেয়ে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ৩০ এর নিচে নম্বর পেয়ে ৬৬ হাজার ৭১১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

প্রাপ্ত ফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ‘ক’ইউনিটে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।

এদিকে প্রকাশিত ফলে ১ হাজার ৫৫১ জনের খাতা বাতিল করা হয়েছে। এসব কারণগুলোর মধ্যে- বহিষ্কার হয়েছেন ৩ জন, রোল এরের কারণে ২৯ জন এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ১ হাজার ৫১৯ জনের খাতা বাতিল করা হয়েছে।


সর্বশেষ সংবাদ