জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯২.৬৬ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল প্রকাশিত হয়েছে। সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

বুধবার (০৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট চার লাখ চুয়াল্লিশ হাজার সাত শত পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ৩১১টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে।

আরও পড়ুন: ৩ কারণে ভর্তিতে জিপিএ বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত ফলাফল অনুযায়ী দুই লাখ সাতত্রিশ হাজার একশত সাতাশ জন শিক্ষার্থী ৩য় বর্ষের জন্য মনোনয়ন পেয়েছেন। পাশের হার ৯২.৬৬%।

প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে SMS-এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ