ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ
ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় এক লাখ ৮০০ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৭৯.৫৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়নু: যে কারণে বেড়েছে পাসের হার

এতে বলা হয়, পরীক্ষায় সারাদেশে ৭০২টি কেন্দ্রে এক হাজার ৮৭৭টি কলেজের এক লাখ ৯০ হাজার ৪৯১ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী অংশ নেন।

প্রকাশিত ফলে এক লাখ ৮০০ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৭৯.৫৬ শতাংশ।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL. No লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/result) থেকেও ফল জানা যাবে।


সর্বশেষ সংবাদ