পাসের হারেও এগিয়ে মেয়েরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:৪০ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:৪০ PM
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ফল প্রকাশ উদ্বোধন করেন। মূল অনুষ্ঠান হয় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এসময় বই উৎসবেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জিপিএ ফাইভের পাশাপাশি পাসের হারেও এগিয়ে রয়েছে মেয়েরা।
এবছর মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৪ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে ছাত্র ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। ছাত্রী ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ছাত্র ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। ছাত্রী ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। পাসের হার ছাত্র ৯২ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রী ৯৪ দশমিক ৫০ শতাংশ।
আরও পড়ুন- মোট জিপিএ ১ লাখ ৮৩ হাজার, এগিয়ে মেয়েরা
এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলেরা পেয়েছে ৭৯ হাজার ৭৬২ জন। মেয়েরা পেয়েছে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন।
ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪৯ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৭৯১ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৬২৬ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন, বরিশাল বোর্ডে ১০ হাজার ২১৯ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৩৪ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৫১ জন ও মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন।
আরও পড়ুন- জিপিএ-ফাইভে এগিয়ে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ
এদিকে ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা অলাইনে ফল দেখতে পাচ্ছেন। এছাড়া শিক্ষার্থীরা মোবাইলে মেসেজের মাধ্যমে দেখতে পারবেন।