ঢাবি ভর্তি: ‘খ’ ইউনিটের ফল চলতি সপ্তাহে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৩:১৮ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২১, ০৩:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মানবিক বিভাগের জন্য নির্ধারিত 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। এই মুহূর্তে নম্বর পুনর্নিরীক্ষার কাজ চলছে। এটি শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ এবং লিখিত অংশের খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে ঢাবি উপাচার্যের কাছে ফল হস্তান্তর করা হবে। এর পর তিনি আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, 'খ' ইউনিটের ফল প্রকাশের শেষ মুহূর্তের কাজ চলছে। শিগগিরই ফল প্রকাশ করা হবে।
চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে কিনা— জানতে চাইলে তিনি আরও বলেন, শিগগির বলতে দুইদিন/পাঁচদিন বোঝায়। শিগগিরই বলতে কিন্তু সাতদিন/দশদিন বোঝায় না। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৮টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন।