ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩.৩৩ শতাংশ, উত্তীর্ণ ৪৫৮২

  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী৷ উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৮২ জন৷

এই ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি কমার্স কলেজের (চট্টগ্রাম) শিক্ষার্থী অথৈ ধর। প্রকাশিত ফলে দেখা গেছে, ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষায় অথৈ ধরের প্রাপ্ত নম্বর ৮৫.৫০। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩২০৩৪৫১।

ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন দুই হাজার ১ হাজার ৫০টি। তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য এক হাজার ২৫টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৯৫টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।  


সর্বশেষ সংবাদ