জাবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামজিক বিজ্ঞান ও আইন অনুষদ ভুক্ত ‘বি’ এবং কলা ও মানবিকী অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুন) বিকেলের দিকে এই ফলাফল প্রকাশিত হয়েছ। 

‘বি’  ও ‘সি’ ইউনিটে ভর্তির ফলসহ বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

জানা যায়, গত রবিবার (১৮ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় ১ম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ২য় শিফটে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন শেষ ৪ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জাবির আইবিএ’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পরের দিন সোমবার (১৯ জুন) সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম ৪ শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন শেষে দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে আজ মঙ্গলবার (২০ জুন) সকল ৯টায় শুরু হয়ে মোট ৬ শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া আগামীকাল বুধবার (২১ জুন) ও পরের দিন বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জাবির ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৮৭ ভর্তিচ্ছু


সর্বশেষ সংবাদ