ঢাকা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে

এইচএসসি ও সমমানের পরীক্ষা
এইচএসসি ও সমমানের পরীক্ষা  © সংগৃহীত

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী। গতবার জিপিএ ৫ পেয়েছিলেন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন।

গত ৬ নভেম্বরে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।


সর্বশেষ সংবাদ