বেরোবির প্রথম মেধাতালিকা প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ( বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশ করেছে। 

আজ শুক্রবার(৪নভেম্বর ২০২২)বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১২ ই নভেম্বর পর্যন্ত। মূল কাগজপত্র ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

বেরোবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,এবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে প্রতিটি আসনের বিপরীতে ২০ জন শিক্ষার্থী লড়বে। ১৩৯৫ টি আসনের বিপরীতে ৩ টি ইউনিটে ভর্তি আবেদন করেছে৩৮০৯০ জন। এদের মধ্যে পেমেন্ট করেছে ২৮২৩০ জন। 

সর্বাধিক আবেদন পড়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৫১০০ জন ভর্তিচ্ছু। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯২৮২ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছে ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  মেধাতালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যাবতীয় তথ্য 
https://admission.brur.ac.bd/login এই লিংকে প্রবেশ করলে জানা যাবে ।


সর্বশেষ সংবাদ