সিরিজ বোমা হামলার প্রতিবাদে বেরোবি ছাত্রলীগের মিছিল

মিছিল
মিছিল   © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেছেন, '১৭ আগষ্ট ও ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার পরিকল্পনাকারী তারেক রহমান সহ ও তার দোষরদের দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।'

বুধবার (১৭ আগষ্ট) বিকাল পাঁচ টায় জাতির পিতা বঙ্গবন্ধু হলের সামনে ছাত্রলীগের চারশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে সিরিজ বোমা হামলার প্রতিবাদে শাখা ছাত্রলীগ এর পক্ষ থেকে কালো পতাকা মিছিল ও নীরবতা কর্মসূচি পালন করা হয়।

এ সময় কালো পতাকা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে ঘুরে বঙ্গবন্ধু ম্যুরাল এর সামনে জমায়েত হন। 

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন। বাংলাদেশে জঙ্গিবাদের ইতিহাসে এটি সবচেয়ে বড় ঘটনা।এই ঘটনার ১৬ বছরপূর্তীতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মোড়ালে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান,সহ-সভাপতি মোঃফজলে রাব্বী, রেজওয়ানুল আনাম তন্ময়, আরিফুল ইসলাম, সামিউল রেজা রিমন, তানভীর আহমেদ, আব্দুস সালাম, লুবনা হক মিমি, আব্দুল্লাহ আল নোমান খান, রেজাউল করিম শাকিল,রকিবুল হাসান রুপম, শামীম আহমেদ, নাজমুল হক শুভ, জাহাঙ্গীর আলম, মাহাবুব।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে,ইমরান চৌধুরি আকাশ, কাউসার আহমেদ শাওন, আব্দুল্লাহ আল মুমিন, মোস্তফা কামাল, মারুফ রহমান ভূঁইয়া, সুব্রত ঘোষ।

সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস, নেছার উদ্দিন, মিনহাজুল ইসলাম মানিক, ঐশী ইসলাম।

এছাড়াও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও বাবুল, কামরুজ্জামান কামরুল সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত থাকেন।


সর্বশেষ সংবাদ