চলে গেলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসান আলী 

প্রফেসর হাসান আলী ও ঢাকা কলেজ লোগো
প্রফেসর হাসান আলী ও ঢাকা কলেজ লোগো  © ফাইল ছবি

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাসান আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

শনিবার ( ৬ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রফেসর হাসান আলীর ভাগ্নে নাফিস ইনতিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা কলেজের সাবেক এই অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কিডনিতে সমস্যা সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। হাসপাতালে বেশ কয়েকবার ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন৷ আজ হঠাৎ সকালে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়৷ শনিবার বিকেলেই উত্তরার ১২ নম্বর সেক্টরে তাঁর দাফন সম্পন্ন হয়৷ 

আরও পড়ুন: ভর্তিযুদ্ধ বৈষম্য: এক শিফটে ৭৪৭, অন্য শিফটে ২২২

জানা গেছে, প্রফেসর মোহাম্মদ হাসান আলী ০১ ডিসেম্বর ২০০২ থেকে ০৮ ডিসেম্বর ২০০২ সাল পর্যন্ত এই ৮ দিন ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ মৃত্যুকালে  স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন পদার্থবিজ্ঞানের এই অধ্যাপক ৷ তাঁর বড় মেয়ে অস্ট্রেলিয়া এবং ছোট মেয়ে আমেরিকা প্রবাসী বলে জানা গেছে৷


সর্বশেষ সংবাদ