কুসিক নির্বাচনের দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছুটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে আগামী ১৫ জুন (বুধবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছে স্বপ্ন ভাঙছে ইংরেজি মাধ্যমের অনেকেরই

বিজ্ঞপ্তিতে বলা হয়,  আগামী ১৫ জুন  কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তাই উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে ১৫ জুন তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদপ্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন- আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সর্বশেষ সংবাদ