০৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৬

ইবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ

ইবিতে চার সহকারী প্রক্টর নিয়োগ  © সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে চার শিক্ষক নিয়োগ পেয়েছেন। আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাো হয়েছে।

আরও পড়ুন: মুসকানকে এক লাখ টাকা দিতে চান বাংলাদেশের চেয়ারম্যান

সহকারী প্রক্টর পদে নিয়োগপ্রাপ্তরা হলেন- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল, আল- ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকরাী অধ্যাপক শাহাবুব আলম এবং পুনঃনিয়োগ প্রাপ্ত আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী সহকারী প্রক্টরদের মেয়াদ শেষ হওয়ায় নতুন তিন শিক্ষক এবং একজনকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা এ অতিরিক্ত পালনের জন্য নিয়মানুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন।