ইবিতে ‘হিউম্যানিটি ব্লাড সেল কুষ্টিয়া’র প্রথম বর্ষ উদযাপন

‘হিউম্যানিটি ব্লাড সেল কুষ্টিয়া’র প্রথম বর্ষ উদযাপন
‘হিউম্যানিটি ব্লাড সেল কুষ্টিয়া’র প্রথম বর্ষ উদযাপন   © ফাইল ফটো

সেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটি ব্লাড সেল কুষ্টিয়া’ প্রথম বর্ষে পদার্পণ করেছে৷ এ সংগঠনের সদস্যরা সবাই রক্তদাতা ও রক্তদানে উৎসাহ প্রদান করেন। এ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, ক্রেস প্রদান ও আলোচনা সভা আয়োজন করে সংগঠনটি। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠা মোস্তাফিজুর রহমান। এছাড়া দিকে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, শাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম এবং সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবীর শুভসহ রক্তদাতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এক ব্যাগ রক্তে বেঁচে যায় একজন মুমূর্ষু ব্যাক্তি। এ কাজের পুরস্কার ইহকালে না পেলেও পরকালে পাওয়া যাবে। এ মহৎ কাজ অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

পরে বর্ষসেরা সেচ্ছাসেবী ও রক্তদাতাদের মাঝে ক্রেস প্রদান করা হয়। ক্রেস প্রদান শেষে সকলের অংশগ্রহণে কেক কাটে তারা।

জানা যায়, কুষ্টিয়া জেলায় প্রত্যন্ত অঞ্চলের অতি সাধারণ কিছু তরুণ নিয়ে গড়া অতি ক্ষুদ্র ব্লাড ব্যাংক। এরই মধ্যে ক্যাম্পাসের বেশকিছু শিক্ষার্থী যুক্ত হয়েছেন। এবং ব্লাড ডোনেট করে। বিগত ১ বছরে স্বয়ং আমাদের ডোনাররা প্রায় দুই শতাধ ব্যাগ রক্ত ডোনেট করেছেন। বর্তমানে সংগঠনটির শতাধিক সংক্রিয় সদস্য রয়েছে।


সর্বশেষ সংবাদ