উৎসাহ-উদ্দীপনায় ঢাকা কলেজে সরস্বতী পূজা উদযাপিত

ঢাকা কলেজে সরস্বতী পূজা উদযাপিত
ঢাকা কলেজে সরস্বতী পূজা উদযাপিত  © টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা কলেজে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশগ্রহণ করেন।

এরআগে ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাস সংলগ্ন অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন এর মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে দিনব্যাপী বাণী অর্চনার আনুষ্ঠানিকতা শুরু হয়।

হিন্দু ধর্ম মতে, সরস্বতী দেবীকে সংগীত, শিক্ষা, শিল্পকলার দেবী ও আশীর্বাদ দাত্রী হিসেবে স্মরণ করা হয়ে থাকে। সরস্বতী তার ভক্তদের মাঝে সারদা, ব্রাহ্মী, শতরূপা, বাকদেবী, বিরাজ, মহাশ্বেতা ইত্যাদি আরও অনেক নামে পরিচিত। সাধারণত মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই দেবীর পূজা অনুষ্ঠিত হয়।আদিপুরাণ অনুযায়ী ব্রহ্মের মুখ থেকে এই দেবীর উত্থান। দেবীর সকল সৌন্দর্য্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা। পূজার জন্য সরস্বতীর মূর্তি শ্বেত বস্ত্র পরিধান করে থাকে যা পবিত্রতার এক অনন্য নিদর্শন বহন করে।

আরও পড়ুন: করোনায় প্রাণ হারালেন লতা মঙ্গেশকর

এদিকে সরস্বতি পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব শ্রেণির দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হতে দেখা গেছে পূজা মণ্ডপে। সকলের মুখেই ছিলো সুখ সমৃদ্ধির প্রার্থনা।

মন্ডপে আসা ঢাকা কলেজে শিক্ষার্থী উৎপল কুমার বিশ্বাস বলেন, একসাথে সবাই মিলে পূজা উদযাপন করায় অনেক আনন্দ লাগছে। পরিবার পরিজনের সাথে পূজার আনন্দ উপভোগ করতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তারপরও আমরা যারা শিক্ষার্থীরা এখানে রয়েছি সবাই স্বাস্থ্যবিধি মেনে একসাথে পূজার যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করছি।

আরও পড়ুন: পাঁচ দিনের চেষ্টা ব্যর্থ, কুয়াতেই মৃত্যু হলো শিশু রায়ানের

কলেজে অস্থায়ী মন্দির স্থাপনের মাধ্যমে পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন জানিয়ে পূজা উদযাপন কমিটি-২০২২ এর সদস্য সচিব সুজয় বালা বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্ম-বর্ণের মানুষ আবহমানকাল থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলা গড়ার প্রত্যয়েই ঢাকা কলেজেও পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পারস্পরিক সম্প্রীতির এই নিদর্শন আগামী দিনেও বজায় থাকে এমন প্রত্যাশা করছি।


সর্বশেষ সংবাদ