খুবিতে সশরীরে প্রথম বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। অনান্য বর্ষের ক্লাস পর্যায়ক্রমে শুরু হবে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে ডিনবৃন্দের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড খান গোলাম কুদ্দুস।

আরও পড়ুন: আকর্ষণীয় সিভি লেখার কৌশল

মিটিং সূত্রে জানা যায়, সভায় প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে অফিসসমূহ আগামী ৬ ফেব্রুয়ারি রোববার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন এবং রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ