ইবির হল খোলা থাকবে, ক্লাস অনলাইনে

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বর্তমান করোনা পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে যথারীতি ক্লাস চলবে। তবে স্বাস্থ্য বিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টি ভালো নেই: মুহম্মদ জাফর ইকবাল

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আবাসিক হলসূমহ খোলা থাকবে। অনলাইনে যথারীতি ক্লাস চলবে। চলমান ও ঘোষিত পরীক্ষা চলাকালীন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ডিন ও বিভাগীয় সভাপতিদের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।


সর্বশেষ সংবাদ