ঢাবিতে কাওয়ালি গানের আসরে হামলার ঘটনায় জবিসাকের নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের লোগো  © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত কাওয়ালী গানের অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনটির সভাপতি আসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এই নিন্দা জানানো হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের হামলায় পণ্ড কাওয়ালি অনুষ্ঠান (ভিডিও)

প্রতিবাদ লিপিতে বলা হয়, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে টিএসসির পায়রা চত্ত্বরে আয়োজিত কাওয়ালী গানের মঞ্চে কিছু অতিউৎসাহী ও প্রতিক্রিয়াশীল দলবল নিয়ে হামলা করে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, স্বাধীনতার ৫০ বছর ও মুজিব জন্ম শতবর্ষের পর এসেও সাংস্কৃতিক বলয়ে গড়ে উঠেনি দেশ। মুক্ত সাংস্কৃতিক চর্চায় অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ার পিছনে রয়েছে প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্র। এই সকল ষড়যন্ত্র মোকাবিলায় সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি প্রয়োজন।

 

 


সর্বশেষ সংবাদ