শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চান গুচ্ছতে বাদ পড়া শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৩:২০ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২১, ০৪:১৪ PM
এইচএসসি ও সমমান পরীক্ষায় অটো পাস দেওয়ায় কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না— শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমন ঘোষণার বাস্তবায়ন দাবি চান গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনে বাদ পড়া শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, জেএসসি এবং এসএসসি ফলের ভিত্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেওয়া হয়েছে এতে করে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। কেননা তাদের প্রস্তুতি অনেক ভালো ছিল। অন্যদিকে অনেকের প্রস্তুতি ভালো না থাকলেও কেবলমাত্র জেএসসি এবং এসএসসি’র রেজাল্ট ভালো হওয়ার কারণে তারা এইচএসসিতে ভালো ফল করেছে। ফল খারাপের কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বঞ্চিত হচ্ছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, অটো পাস দেওয়ার ফলে অনেক শিক্ষার্থীর স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। করোনার কারণে এমনিতেই তারা মানসিক সমস্যায় ভুগছেন, তার উপর পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তাদের মানসিক বিপর্যয় চরমে গিয়ে পৌঁছেছে। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে তারা আত্মহত্যার মতো গুরুতর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
এ প্রসঙ্গে গুচ্ছ বিজ্ঞান বিভাগে আবেদন করা শিক্ষার্থী ওমি জানান, শিক্ষামন্ত্রী বলেছিলেন, অটো পাসের কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। অথচ এই অটো পাসের কারণেই অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেননি। এমনকি গুচ্ছতেও অনেক শিক্ষার্থী বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বপ্ন গুঁড়েবালি হওয়ার উপক্রম হয়েছে। তাই আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
আরেক শিক্ষার্থী মারজান বিনতে মুরাদ জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশনের ফলে প্রাথমিক আবেদন করেও ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না বিজ্ঞান বিভাগের প্রায় ৬৩ হাজার শিক্ষার্থী। যদিও এসএসসি ও এইচএসসি মিলিয়ে বাদ পড়া সকলেরই জিপিএ ৮ এর উপরে। ফলে অটো পাসের বলি হতে চলেছেন এই অর্ধ লাখ শিক্ষার্থী । তাই শিক্ষামন্ত্রীর করা প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জাতীয় প্রেসক্লাবে একাধিকবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গত ২২ সেপ্টেম্বর ইউজিসির সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ভর্তিচ্ছুরা। সারাদেশের উৎকণ্ঠিত ভর্তিচ্ছুদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, করোনার কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেওয়ায় বিগত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগ থেকে তিনগুনের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ সংখ্যা বেশি হওয়ায় তুলনামূলকভাবে যাদের ফল খারাপ তারা গুচ্ছতে প্রাথমিক আবেদনের সুযোগ পেলেও চূড়ান্ত আবেদন করতে পারেননি।
সেদিনের কর্মসূচিতে শিক্ষার্থীরা আসন সংখ্যা বৃদ্ধি করে অথবা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র করে তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার দাবি জানান । তারা শিক্ষামন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দাবি করেন এবং দাবি বাস্তবায়ন না হলে ইউজিসির সামনে আত্মহত্যা করার হুঁশিয়ারীও প্রদান করেন।
প্রসঙ্গত, এবার প্রথমবারের মতো ২০টি সাধারণ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। যদিও মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় আবেদনকৃত সব শিক্ষার্থীই ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন।