ইবিতে গাছ লাগিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

ইবিতে গাছ লাগিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
ইবিতে গাছ লাগিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

সোনালু গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। জন্মবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে নীম, সোনালুসহ বিভিন্ন জাতের ৭৫টি গাছ লাগানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মু. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. গৌতম কুমার দাস প্রমুখ।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপ পৃথকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছেন। ছাত্রলীগ নেতা আরাফাত ও লালনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে দেশ পরিচালনায় তাঁর দক্ষতায় উন্নত দেশে পরিণত হওয়াসহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফা, শাহাজালাল ইসলাম সোহাগ, বিপুলসহ অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক গ্রুপের নেতা তন্ময় শাহা টনির নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বেলা সাড়ে বারোটায় দলীয় টেন্টে কেক কাটা হয়।


সর্বশেষ সংবাদ