সড়ক অবরোধ করে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১১:৪৯ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২১, ১১:৪৯ AM
সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় গণহারে ফেল, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রীতাসহ মোট চারদফা দাবিতে মিরপুর রোড অবরোধ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিসমূহ হলো-
১. চতুর্থ বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা সঠিক ভাবে পুনঃমূল্যায়ন করতে হবে অথবা শিক্ষার্থীদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ প্রদান করতে হবে।
২.সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ক্লাস যাচাই।
৩. শিক্ষার্থীদের যে কোন ধরনের একাডেমিক সমস্যা নিজ কলেজের মাধ্যমে সমাধান করা।
৪. সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ এবং বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষার ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
অবিলম্বে এসব দাবি না মানা হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসবে বলেও জানান তারা।