নজরুল বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১১:৩৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২১, ১১:৫০ AM
চতুর্থ বারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ’ অন ক্যাম্পাস ক্যাম্পেইন।
এই আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ৩১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি। অন ক্যাম্পাস রাউন্ড বাস্তবায়নে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবু হাইসাম হিমেল।
এছাড়াও ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সোহেল সাদমান ইসলাম, ডেপুটি অরগানাইজার হিসেবে মনিরুল ইসলাম এবং চিফ অফ স্টাফ হিসেবে উৎস দাস দায়িত্ব পালন করবেন।
এবারের প্রতিযোগিতা সম্পর্কে ক্যাম্পাস ডিরেক্টর আবু হাইসাম হিমেল বলেন, অন ক্যাম্পাস রাউন্ডের জন্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে। করোনা পরিস্থিতিতে যুব সমাজ সহ পুরো বিশ্ব আজ গৃহবন্দী। যুব সমাজ প্রতিনিয়তই নিত্যনৈমিত্তিক নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক পরিবর্তনে গুরুত্বপুর্ণ বিজনেস আইডিয়া সমূহকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে অর্গানাইজিং কমিটিকে সাথে নিয়ে।