গার্হস্থ্য অর্থনীতির অনার্স ফাইনাল পরীক্ষা স্থগিত

গার্হস্থ্য অর্থনীতি কলেজ
গার্হস্থ্য অর্থনীতি কলেজ  © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্প ৪টি গার্হস্থ্য অর্থনীতি কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ১৬ জুন পরীক্ষার সূচী প্রকাশ করা হয়েছিল।

মঙ্গলবার (২২ জুন) গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ নাইমুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমন পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নানাবিধ সমস্যা বিবেচনায় গার্হস্থ্য অর্থনীতি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত পরীক্ষার পরবর্তী তারিখ ও নতুন সূচী সংশ্লিষ্ট সকল ছাত্রীকে যথা সময়ে অবহিত করা হবে।

আরও পড়ুন: ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু ৩ জুলাই, রুটিন প্রকাশ

প্রসঙ্গত, গত ১৬ জুন ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ২০১৯ সালের ৪র্থ বর্ষ গার্হস্থ্য অর্থনীতি কলেজের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ৩ জুলাই থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও সেটি স্থগিত করা হলো।


সর্বশেষ সংবাদ