ননএমপিও শিক্ষক
বেতন না দিলে কলেজের অধিভুক্তি বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৭:৪৭ PM , আপডেট: ১৫ জুন ২০২১, ০৭:৪৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে কর্মরত ননএমপিও শিক্ষকদের বেতন না দিলে সংশ্লিষ্ট কলেজগুলোর অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি অধিভুক্ত কলেজগুলোতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ‘অভিযোগ প্রমাণিত হলেই বাতিল হবে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোকে জানানো যাচ্ছে যে, স্নাতক অধিভুক্তির আগে ওই কোর্টেস নিয়োগকৃত শিক্ষকদের কলেজ থেকে দেয়া অঙ্গীকার অনুযায়ী বেতন-ভাতা নিয়মিতভাবে দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। এই নির্দেশ অমান্যকারী কলেজগুলোর অধিভুক্তি বাতিলের ব্যবস্থাগ্রহণ করা হবে।