বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ভিসি নাই পিএসকে দপ্তর থেকে বের হতে বললেন শিক্ষকরা!
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ জুন ২০২১, ০৪:৩৫ PM , আপডেট: ০১ জুন ২০২১, ০৪:৪১ PM
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ এর মেয়াদ আজ শেষ হয়েছে এমন দাবি করে উপাচার্যের পিএস আমিনুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ। এসময় তাকে পিএস দপ্তর থেকে বের হয়ে যেতে উচ্চবাচ্য প্রয়োগ করেন তারা।
তাদের দাবি, উপাচার্য নাই পিএস থাকবে কেন? পিএস তার পদে থাকার কোন প্রয়োজন নেই। এজন্য তাকে কক্ষ থেকে বের হতে হবে এই নিয়ে বেলা পৌনে দুইটার দিকে উপাচার্যের পিএস কার্যালয়ে প্রায় দেড় ঘন্টা সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, পরিপত্র অনুযায়ী ভিসির মেয়াদ গতকাল শেষ হয়েছে। ভিসি নাই তো পিএস কীসের? আমরা তাকে স্বসম্মানে রুম থেকে বের হতে বলেছি। উনি বের হননি।
লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদ মন্ডল বলেন, আমাদের অনেকের জীবন শেষ করে দিয়েছে এই আমিনুর রহমান। ভিসি নাই, উনি এখনো কেন চেয়ারে? উনার লজ্জা নেই। আমিনুর নিজেকে বিশ্ববিদ্যালয়ের পিএস দাবী করছেন এটি লজ্জাজনক ও হাস্যকর। তিনি আরও বলেন, যেহেতু আমিনুর রহমান পরিবহন কর্মকর্তা তিনি এখন তার রুমে অফিস করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল গাড়ি যেগুলো ঢাকায় লিয়াজোঁ অফিসে গেছে সেগুলো ফিরিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা বলেন, আপনার এই অফিসে বসার এখন কোন দরকার নাই। কালকে ড. নাজমুল আহসান কলিমউল্লাহর লাস্ট ওয়ার্নিং ছিলো কিন্তু উনি এখনো পর্যন্ত সেটা স্বীকার করেন নি। তিনি তাঁর অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যখন একজন ভাইস চ্যান্সেলরের মেয়াদ শেষ হয়ে যায় তার পরে উনি যাই করুক না কেন সব অবৈধ বলে গণ্য হবে। যেহেতু আপনি পিএস সেহেতু এই অফিসটা এই মুহুর্ত থেকে এটা বন্ধ করা উচিৎ। আপনার যেটা আরেকটা দায়িত্ব আছে সেখানে আপনি স্ব-সম্মানে বসেন। ভিসি নাই তাই আপনার অফিসও নাই। আপনি এখন যেতে পারেন।
এসময় তাকে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে জোর করেন উপস্থিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যথায় শিক্ষকরা সেই দপ্তরে বসে থাকবেন বলে হুশিয়ারী দেন।
ভিসির পিএস আমিনুর রহমান জানান, আমার কক্ষে তারা এসেছেন। আমি বলেছি আপনাদের কথায় আমি অফিস ত্যাগ করতে পারি না। আমি নির্দিষ্ট সময় অফিস করবো।
এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে ভিসি কলিমউল্লাহর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ তার শাস্তি এবং ভিসির সহযোগিদের অপসারণ দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ করে বঙ্গবন্ধু পরিষদ।
প্রসঙ্গত, গত ২০১৭ সালের ১ লা জুন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পান উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। গতকাল ৩১ মে তাঁর চার বছর মেয়াদ পূর্ণ হয়েছে।
আরও দেখুন: