ফের বিইউপির ভর্তি পরীক্ষা স্থগিত

বিইউপি ক্যাম্পাস ও লোগো
বিইউপি ক্যাম্পাস ও লোগো  © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৩ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের ভর্তি সংক্রান্ত পাতায় এ সংক্রান্ত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই নোটিশে বলা হয়, “কো‌ভিড-১৯ সংক্রমণের বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে বি‌ধিনি‌ষেধের সময়সীমা আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানোয় আগামী ২৮ ও ২৯ মে অনু‌ষ্ঠিতব্য বিইউ‌পির ২০২০-২১ শিক্ষাব‌র্ষের ছাত্র-ছাত্রী ভ‌র্তি পরীক্ষা আপাতত স্থ‌গিত করা হ‌ল। প‌রিব‌র্তীত তা‌রিখ যথাসম‌য়ে জানানো হ‌বে।”

গত ২০ ফেব্রুয়ারি বিইউপির ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় দেখা গেছে, আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৭৭ হাজার ৩১৩ জন সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছেন। তারাই  ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।

এবার সায়েন্স ও টেকনোলজি অনুষদে ২৩ হাজার ২৪৭ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ১১ হাজার ৭১৬ জন, আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদে ২০ হাজার ৯৩২ জন এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ২১ হাজার ৪১৮ জন যোগ্য প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন।

এর আগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। সেবারও করোনার সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ ও ২৯ মে তারিখ ঘোষণা করে বিইউপি কর্তৃপক্ষ। এখন তা-ও স্থগিত করা হলো।


সর্বশেষ সংবাদ