এবার নেইমারকে নিয়ে বাংলায় অ্যাপ বানালেন খুবির সেই শিক্ষার্থী

নেইমার
নেইমার  © ফাইল ফটো

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে বাংলা ভাষার অ্যাপ বানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল হক। এর আগে তিনি ফুটবলের খুদে জাদুকর মেসিকে নিয়েও বাংলায় অ্যাপ তৈরি করেছিলেন।

নেইমারকে নিয়ে অ্যাপ তৈরি প্রসঙ্গে জহির বলেন, বর্তমান প্রজন্মের কাছে নেইমার একজন সুপারস্টার। এছাড়া নেইমারের কারণেও অনেকে পিএসজিকে সমর্থন করছেন। অনেকেই নেইমার সম্পর্কে জানতে চান; কিন্তু নেইমারকে নিয়ে বাংলা ভাষায় গুগল প্লে স্টোরে কোন অ্যাপ নেই। এজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস Neymar Biography & Wallpaper 4K (বাংলায়) অ্যাপটি।’

তিনি আরও বলেন, এই অ্যাপটি সহজভাবে সবাইকে নেইমার সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে নেইমারের বিভিন্ন 4K ওয়ালপেপার দেয়া হয়েছে, যেগুলো ব্যবহারকারীরা তাদের মোবাইল কিংবা কম্পিউটারের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।


সর্বশেষ সংবাদ