পুসাকের নেতৃত্বে আরফাদুল-সায়েদুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ PM
চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত ১নং চরতী ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চরতী (পুসাক) এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বোর্ড অব ডিরেক্টরস এর সকল সদস্যের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরেনারি এন্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি (সিভাসু) এর শিক্ষার্থী আরফাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সায়েদুল ইসলাম।
এ বিষয়ে সভাপতি আরফাদুল ইসলাম বলেন, চরতীর শিক্ষার মানোন্নয়ন,গ্রামের শিক্ষার্থীদের আইটির সাথে পরিচিত ও সম্পৃক্তকরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণকে সহজীকরণের লক্ষ্যে পুসাক বিবিধ কার্যক্রম হাতে নিবে।এতে সকলের সহযোগিতা কামনা করছি।
সাধারণ সম্পাদক সায়েদুল বলেন, পুসাকের সকল সদস্যের মাঝে পারস্পরিক দৃঢ় সম্পর্ক বিনির্মাণ এবং গ্রামের শিক্ষার্থীদের মানোন্নয়নে পুসাক কাজ করবে।