চবিতে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের ৩০ বছর পূর্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৪:৪২ PM , আপডেট: ১১ মার্চ ২০২০, ০৫:২২ PM
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া আবশ্যক বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন অঙ্গন’র ৩০ বছর পূর্তি উপলক্ষে দু’দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর হোসাইন কবির এবং অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব ভাস্কর রঞ্জন সাহা।
উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে এ ধরণের সাংস্কৃতিক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের মাঝে উদার মানসিকতার বিকাশ ঘটায়। তাই শিক্ষার্থীদের উচিৎ লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা। মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের সকল প্রকার অন্যায়-অবিচার-দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেদের বহুমাত্রিক গুণ সম্পন্ন দক্ষ ও আলোকিত মানব সম্পদে পরিণত হয়ে বিশ্বকে আলোকিত করার আহ্বান জানান।
উপাচার্য অঙ্গনের সিনিয়র সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। এরপর উপাচার্য অঙ্গনের ৩০ বছর পূর্তি উৎসব ২০২০ ‘স্মারকগ্রন্থ’ এর মোড়ক উন্মোচন করেন।
অঙ্গন-এর সভাপতি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অঙ্গন’ এর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সর্বোত্তমা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি শারমিন মুস্তারি নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম দীপ এবং আবৃত্তি পরিচালক তাহসিন ইশরাক তানহা।
এর আগে অঙ্গন-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিন করে। এ ছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘না-মরদের কাব্য’ শীর্ষক নাটক মঞ্চ¯’ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অঙ্গনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং অনেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।