ইবি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে তুরস্কের ৩ বিশ্ববিদ্যালয়
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৭:০৬ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২০, ০৮:৫২ PM
তুরস্কের প্রখ্যাত তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪৪ জন শিক্ষক-শিক্ষার্থী। সোমবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে।
ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, তুরস্কের ইগদির, চানকিরি কারাতেকিন ও কাফকাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ায় এ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা এবং শিক্ষকরা পিএইচডি গবেষণা সম্পন্ন করতে পারবেন।
পৃথক এ তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি কর্তৃক মনোনীতরাই আবেদন করতে পারবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশনের মাধ্যমে তাদের তালিকা চূড়ান্ত করবে তুরস্কের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।
এ বিষয়ে অধ্যাপক ড. শাহাদৎ হোসনে আজাদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তুরস্কের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ চুক্তি করেছি। আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তির প্রক্রিয়া চলছে। এটা হলে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমাদের ছাত্র-শিক্ষক বিনিময় আরও বাড়বে।’
উল্লেখ্য, তুরস্কের এ তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটেও পাওয়া যাবে।