কুবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৪ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদনের সময় শেষ হচ্ছে আজ। রাত ১২ টা পর্যন্ত এ আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৮ ও ০৯ নভেম্বর।
সোমবার (৩০ সেপ্টম্ব) এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
তিনি বলেন, ‘ নির্দিষ্ট সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে না। সামনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবং আবেদনকারী প্রায় ৫০ হাজার হওয়ায় আর সময় বাড়ানো হবে না।’
এর আগে গত ১ সেপ্টেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১৯টি বিভাগে মোট ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনকারীর যোগ্যতা:
২০১৬ বা ২০১৭ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
‘এ ইউনিট’ বিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে।
‘বি ইউনিট’ কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য জিপিএ ৬.০০ (চতুর্থ বিষয়সহ) এবং ‘সি ইউনিট’ ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ ৬.০০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে।
জি.সি.ই লেভেলের ক্ষেত্রে, ‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে নূন্যতম ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে। তাছাড়া সকল ইউনিটের আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / সমমান উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ (৪র্থ বিষয়সহ) ৩.০০ থাকতে হবে।
আবেদনের নিয়মাবলী:
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যাবে। একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে। আবেদনকারীর টেলিটক প্রিপেইড মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএসের মাধ্যমে সাথে সাথেই একটি ইউজার আইডি ও একটি পাসওয়ার্ড জানিয়ে দেয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।
এসএমএস পাঠানোর নিয়ম: COU FIRST THREE LETTERS OF HSC BOARD NAME HSC ROLL HSC YEAR FIRST THREE LETTERS OF SSC BOARD NAME SSC ROLL SSC YEAR UNIT NAME.
উপরের এসএমএসটি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কাঙ্ক্ষিত ইউনিট, ভর্তির ফি ও একটি পিন জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে COU, তারপর স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য যে কোন একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়াও হেল্পলাইন নম্বর ০১৫৫৭ ৩৩০৩৮১-৮২ এর মাধ্যমেও ভর্তি সংশ্লিষ্ট সব ধরনের তথ্য পাওয়া যাবে।