বশেমুরবিপ্রবি ভিসির বিরুদ্ধে ছাত্রীদের ঝাড়ু-জুতা মিছিল
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৮ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫ PM
‘আন্দোলনরত শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে থেকে অশালীন কর্মকাণ্ড করছে’— গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসির এমন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু-জুতা মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জয় বাংলা চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মঙ্গলবার বেসরকারি টেলিভিশন যমুনাকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রীদের নিয়ে কটূক্তি করেন উপাচার্য। সেখানে তিনি বলেন, আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বের করতে দেবেন না, অথচ দেখেন তারা রাস্তায় রাস্তায়, ঝোপে-ঝাড়ে অশালীন কাজ করে বেড়াচ্ছে এবং সারারাত থাকছে। এবং তাদের ইনভাইটেড গেস্ট, অছাত্ররাও এসে রাত কাটাচ্ছে। হোয়াট ইস দিস?
ভিসির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘একজনের উপাচার্যের কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনো মতেই কাম্য নয়। তার প্রতি আহবান রইল। তিনি যেনো নিজে এসে দেখে যান আমরা রাতে কি করি।’
ঝাড়ু মিছিলের নেতৃত্ব দেয়া অন্য এক ছাত্রী জানান, তার এ বক্তব্যে তিনি আবারো প্রমাণ করলেন, তিনি আমাদের অভিভাবক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না।
প্রসঙ্গত, দুর্নীতি, অনিয়ম, নারী কেলেংকারী, বাক স্বাধীনতা হরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগ সহ ১৪ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত ১৮ সেপ্টেম্বর রাতে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়। এরপর একটানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে। বর্তমানে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দিবারাত্রি এ কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।