ফলোন্নয়ন পরীক্ষার নিয়ম বাতিলের দাবিতে বিক্ষোভ জাককানইবিতে

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম পরিবর্তনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী সিজিপিএ-৪ এ সিজিপিএ-২.২৫ পেলে ফলোন্নয়ন পরীক্ষার অংশগ্রহণ করতে পারেন না। অংশগ্রহণ করলেও সিজিপিএ-৪ এ সর্বোচ্চ সিজিপিএ-৩ হিসেব করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান শিক্ষার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সুষ্ঠু সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে,  ফলোন্নয়ন পরীক্ষার মান ২.২৫ এর নিচে বাতিল করে ৩.০০ সিজিপিএ নির্ধারণ করতে হবে; ফলোন্নয়ন পরীক্ষার প্রাপ্ত সিজিপিএ সম্পূর্ণ গৃহীত হোক অর্থাৎ, ‘৩.০০ সিজিপিএ শুধু গৃহীত হোক’– এই কালো আইন বাতিল করতে হবে; ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষ পর্যন্ত কালো আইন ভুক্তভোগী শিক্ষার্থীদের ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করতে হবে।


সর্বশেষ সংবাদ