ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে ইবির

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী   © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ আসকারী বলেছেন, তুরস্কের চানকিরি ক্যারাটেকিন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের উচ্চ শিক্ষার নতুন দুয়ার উন্মোচন হলো। এ বিশ্ববিদ্যালয়টির মাধ্যমে আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথেও বহুমুখী কাজ করার সুযোগ সৃষ্টি হলো। আমি মনে করি এ প্রোগ্রামের মাধ্যমে তুর্কি এবং বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের আয়োজনে অনুষ্ঠিত ‘টিচিং অ্যান্ড ট্রেনিং’ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। অনুষ্ঠানে তুরস্কের চানকিরি ক্যারাটেকিন বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তিসহ টিচিং ও ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

চার দিনব্যাপী এ অনুষ্ঠান শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের আয়োজনে প্রশাসন ভবনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চার দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী তুরস্কের চানকিরি ক্যারাটেকিন বিশ্ববিদ্যালয় থেকে আগতদের সনদপত্র প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের প্রধান ড. সাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

ইবি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স সেলের সদস্য ড. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন তুরস্কের চানকিরি ক্যারাটেকিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ড. ছোয়াইব তুরান, ড. ইফেহান উলাস, ড. বুরাক কেসকিন, সরকান কোলদাসসহ ইবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকরা।

উল্লেখ্য, ২৪ হতে ২৭ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে টিচিং অ্যান্ড ট্রেনিং সংক্রান্ত আলোচনা, এমওইউ চুক্তি, বিভাগীয় অবকাঠামো, বিভিন্ন অফিস, লাইব্রেরী ও হল পরিদর্শন করা হয়।


সর্বশেষ সংবাদ