থাপ্পড় দিয়ে কান ফাটানো জাবি ছাত্রকে বহিষ্কার

  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুমে থাপ্পড় দিয়ে এক নবীন শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত মো. শিহাবকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সোমবার তার পরীক্ষার সময় বিভাগে বহিষ্কারাদেশ এলে দায়িত্বরত শিক্ষকরা তাকে হল থেকে বের করে দেন।

মো. শিহাব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করতেন।

তার বন্ধুরা জানান, সোমবার শিহাবের এমকেটি-২০৫ নম্বর কোর্সের পরীক্ষা চলছিল। এ সময় বিভাগে বহিষ্কারাদেশ এলে দায়িত্বরত শিক্ষকরা তাকে হল থেকে বের করে দেন। তখন পরীক্ষা শেষ হতে ৫ মিনিট বাকি ছিল বলে তারা জানিয়েছেন।

গত ২৩ জুলাই হলের গণরুমে শিহাবসহ দ্বিতীয় বর্ষের ৩০-৩৫ জন শিক্ষার্থী মিলে প্রথমবর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং দেয়। এ সময় শিহাবের থাপ্পড়ে কান ফাটে গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আলমের।


সর্বশেষ সংবাদ