জবি সাংবাদিকতা বিভাগের ‘প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন ২’ শুরু
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ০৮:৫৮ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৯:০৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে শুরু হয়েছে ‘প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন ২’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিভাগের শিক্ষক নিঠুন মিয়া।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে এভারগ্রীন (১১তম ব্যাচ) বনাম ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের (১৪তম ব্যাচ) মধ্যকার খেলায় এভারগ্রীন কে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। টসে জিতে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এমসিজে এভারগ্রীনকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এমসিজে এভারগ্রীন দল নিয়মিত বিরতিতে উইকেট হারায় এবং ৭.১ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন দেলোয়ার হোসেন। ফ্রেন্ডস দলের অধিনায়ক বেলাল হোসেন ১২ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন। ৪৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে সজীব আফ্রাদের বোলিং তোপে বিপর্যয়ে পরে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। দলের হাল ধরেন অধিনায়ক বেলাল ও মুসা। উভয়েই ১২ রান করেন। মুসা অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বিজয়ী দলের অধিনায়ক বেলাল হোসেন তার অলরাউন্ডার নৈপুণ্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
দিনের দ্বিতীয় খেলায় এমসিজে টাইগার (১০ম ব্যাচ) ২২ রানে মায়েস্টিক ওয়ারিয়র্স কে পরাজিত করেন। এমসিজে টাইগার টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৭৭ রান সংগ্রহ করেন। দলের পক্ষে অধিনায়ক আব্দুল হালিম ১৫ রান ও রবিউল সুমন ১২ রান সংগ্রহ করেন। মায়েস্টিক ওয়ারিয়র্স এর পক্ষে সবুজ হোসেন ২টি উইকেট লাভ করেন। ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৫রান সংগ্রহ করেন। এমসিজে টাইগার দলের অধিনায়ক আব্দুল হালিম ২ উইকেট লাভ করেন। আব্দুল হালিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।