জাবিতে জাতীয় বিজ্ঞান মেলা শুরু শুক্রবার

মেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন
মেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

‘থিংক সায়েন্টিফিক্যালি, এক্সপোজ ইওর অ্যাবিলিটি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব (জেইউএসসি) তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ২০১৯। মেলায় মোট সাতটি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় ৬০টি স্কুল, ৩০টি কলেজ এবং ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে । শুক্রবার মেলাটি শুরু হয়ে শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

বুধবার বিজ্ঞানমেলা উপলক্ষে আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সায়েন্স ক্লাবের সভাপতি খন্দকার ওয়ালিউল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান হাফিজ প্রমুখ।

প্রসঙ্গত, আগামী শুক্রবার মেলার প্রথমদিনে সকাল ৯টায় বিজ্ঞানমেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কায়কোবাদ। এরপরে প্রজেক্ট শো, পোস্টার ডিজাইন, কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হবে। মেলার ২য় দিনে রয়েছে রবোটিক্স ওয়ার্কশপ এবং রোড টু ইউনিভার্সিটি এবং সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছে ড. স্বপন কুমার রায়।


সর্বশেষ সংবাদ