কুয়েটের বিষয়ে কুবি শিক্ষার্থীদের দুই দাবি
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা যৌক্তিক দাবিতে আন্দোলনকারী নির্দোষ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অনতিবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানান।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, ‘কুয়েট কি বাংলার গাজায় পরিণত হচ্ছে? যেখানে হামলাকারীরা নিজেরাই ভিকটিমদের সন্ত্রাসী আখ্যা দেয় আবার মামলা হয় হামলা হয়, ক্যাম্পাস থেকে বহিষ্কারও করা হয়। আমরা কুবি শিক্ষার্থীরা কুয়েটের পাশে আছি। অবিলম্বে অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং কুয়েট ভিসির ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, ‘সরকারকে বলতে চাই আপনারা দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা সারা দেশের শিক্ষার্থীরা মিলে আমরা মার্চ ফর কুয়েট কর্মসূচিতে যাব।’
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ থেকে ৪৫ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।