বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩১ AM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩১ AM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর ববির ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক টিকলি শরিফ মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ‘জুলাই অভ্যুত্থানে’ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ছাত্রদলের দাবি, টিকলি শরিফ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে ছাত্রদলের কয়েকজন সদস্য তাঁকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মামুন ও তরিকুলকেও আটক করা হয়।
তবে টিকলি শরিফ বলেন, ‘আমার বুধবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি লাইব্রেরিতে পড়ছিলাম। সন্ধ্যায় বাইরে বের হলে আমার জুনিয়রদের সঙ্গে দেখা হয়, আমরা চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়।’
টিকলি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে যে কেউ ভালোবাসা থেকে সংগঠনের কাজ করতে পারে।’
ছাত্রদলের সাবেক সদস্য মিনহাজুল ইসলাম বলেন, ‘খুলনা মহানগর শাখা ছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ক্যাম্পাসে এসে গোপনে কার্যক্রম চালায়। তখন আমার জুনিয়ররা তাঁকে দেখে আটক করে প্রক্টর ম্যামের মাধ্যমে পুলিশে হস্তান্তর করি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি সাংবাদিকেদের বলেন, ‘কিছু শিক্ষার্থী আমাকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’