ক্যাম্পাসে কোকাকোলার বিজ্ঞাপন মুছে ফেলতে বললেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ১০:৩৮ PM

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ রেড ক্রিসেন্ট রুমের সামনে দেওয়া ইসরাইলি পণ্য কোকাকোলার বিজ্ঞাপন মুছে ফেলতে বলেছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সোহরাওয়ার্দী কলেজ পরিবার’ নামক গ্রুপে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তিনি শিক্ষার্থীদের প্রতি এ আহবান জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘রেড ক্রিসেন্টের রুমের সার্টারে ইসিরায়িলি পণ্যের নাম লিখা আছে। ওটা মুছে ফেলো। যারা কলেজের কাছাকাছি আছো খুব দ্রুত যেকোনো রং দিয়ে মুছে ফেলো। আমি এটা দেখার পর থেকে সহ্য করতে পারছিনা।’
উল্লেখ, সোহরাওয়ার্দী কলেজ রেড ক্রিসেন্টের বর্তমান কার্যালয়টি পূর্বে কলেজ ক্যান্টিনের একটি অংশ হিসেবে ব্যবহৃত হত। পরবর্তী সময়ে দীর্ঘদিন এ কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ধারণা করা হয় ক্যান্টিন থাকাকালীন সময়ই কোন একটি পণ্যের বিজ্ঞাপন হিসেবে কোকাকোলার নাম এখানে এসেছে। তবে ২০২১ সাল থেকে এ কক্ষটি সোহরাওয়ার্দী কলেজের রেড ক্রিসেন্টের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।