বেরোবিতে ৪ বহিরাগত যুগল আটক  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে চার বহিরাগত যুগলকে আটক করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে অভিযান চালায়। এ সময় আপত্তিকর স্থানে থাকার অভিযোগে তাদের  আটক করা হয়।  

সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহাবুব বলেন, ‘প্রথমবারের মতো তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তারা যদি এভাবে আইন ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ড করতে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন বলেন, ‘আমরা প্রক্টরিয়াল বডির সাথে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে বহিরাগত চার যুগল আটক করেছিলাম।  প্রক্টর স্যারের আদেশে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ