কুয়েটে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদলের হামলার ঘটনায় তা'মীরুল মিল্লাতে বিক্ষোভ

  © টিডিসি রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগ্নেয়াস্ত্র, রামদা, রড নিয়ে হামলার ঘটনায় বিক্ষোভে উত্তাল সারাদেশের ক্যাম্পাস। বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবার বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগরের টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্থানীয় এরশাদনগরের গাজীপুরা এলাকা এবং দক্ষিণে হোসেন মার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মাদরাসার প্রধান ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিন ইউনুস, ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম, আলিম ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম, আলিম ১ম বর্ষের শিক্ষার্থী তাওহীদ হাসান। বিক্ষোভ মিছিলে বক্তারা কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের আগ্নেয়াস্ত্র নিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো হামলার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানান। এবং কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলাকারী ছাত্রদল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে তা'মীরুল মিল্লাতের সামনের ঢাকা-ময়মনসিংহ     মহাসড়ক আটকে দেয়াসহ পুরো ঢাকাকে অচল করা হবে।’

বিক্ষোভকারীরা কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা কেন? ‘জবাব চাই, জবাব চাই’, ‘কুয়েট তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘ছাত্রলীগ গেছে যেই পথে, দলও যাবে সেই পথে’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই জমিনে হবে না’, ‘লীগ গেছে যে পথে, দল যাবে সে পথে’।আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কুয়েট তোমার ভয় নাই, জুলাই মাস ভুলি নাই। কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাই চাই।আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না। দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক একশন। সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।


সর্বশেষ সংবাদ