নজরুল কলেজের সাংস্কৃতিক সংসদের কার্যক্রম বন্ধ ঘোষণা, চলছে আলোচনা-সমালোচনা

বন্ধ হলো সরকারি কবি নজরুল সরকারি কলেজের সাংস্কৃতিক সংসদের কার্যক্রম। রবিবার (১৯ জানুয়ারি) প্রশাসন এক বিজ্ঞপ্তিতে কলেজের একমাত্র সাংস্কৃতিক সংগঠন এর কার্যক্রম বন্ধ বলে ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাংস্কৃতিক সংসদের বর্তমান কমিটি বাতিল এবং এর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। সাংস্কৃতিক সংসদের কার্যক্রম বন্ধের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তারা জানায়, কলেজ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নেয়নি।
জানা যায়, গত ২৮ অক্টোবর অধ্যক্ষ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪১ সদস্য বিশিষ্ট 'কবি নজরুল সংস্কৃতি সংসদ' নামে কমিটি দেওয়া হয়। কমিটি দেওয়ার তিন মাস না পেরোতেই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সদ্য বাতিল হওয়া কমিটির সাধারণ সম্পাদক শারমিন জাহান মনি বলেন, অধ্যক্ষের অনুমোদিত এই কমিটির কার্যক্রম কেন স্থগিত করা হলো, বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না। তবে কলেজ প্রশাসন যেহেতু এটি স্থগিত করেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, এই সংগঠনটি সুন্দরভাবে পরিচালনার জন্য বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।পরবর্তীতে শিক্ষকদের দ্বারা পরিচালিত করার চিন্তা-ভাবনা করছি।