জবির সাজিদ ভবনে শাটডাউন লিখে ও তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অনশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ AM

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের শুরুতেই আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়টির শহীদ সাজিদ একাডেমিক ভবনের গেটে শাটডাউন লিখে ও তালা ঝুলিয়ে অনশনে বসেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতরে কোনো শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর তাজাম্মুল হক শিক্ষকদেরকে ভেতরে প্রবেশের অনুরোধ জানালে অনশনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখান করেন।
২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আতাউল্লাহ আল আহাদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিরসন ও ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবেই চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা একাডেমিক ভবনের গেট ছাড়বো না। দল-মত-জাতি নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আহবান জানাচ্ছি।’
উল্লেখ্য, তিন দফা দাবি নিয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন শুরু করেন।
আরো পড়ুন: জবিতে শিক্ষার্থীদের অনশনে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে উস্কানির অভিযোগ
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে এবং যত দিন অবধি আবাসনব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।