উত্তাল বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্দোলন
মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্দোলন  © সংগৃহীত

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সেমিস্টার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এ আন্দোলন শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে মিরপুর ১২ পল্লবী মেট্রো স্টেশন-সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এবং আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আরও পড়ুন: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, চার দাবি শিক্ষার্থীদের

এর আগে গত ১৩ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আলোচনার পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে মাকসুর (মেরিটাইম ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ) ফেসবুক পেজে।

বিবৃতিতে জানানো হয়, আগস্ট-পরবর্তী আন্দোলনে সেমিস্টার ফি পরিমার্জন ও অন্য সব দাবি সম্পর্কে ইউনিভার্সিটি প্রশাসন উদাসীনতা প্রদর্শন করে আসছে। বারবার সংস্কার সম্পর্কিত অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা দেখা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ঐকমত্যের ভিত্তিতে ১৫ ডিসেম্বর থেকে ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাড়ে ৯টার দিকে রাস্তায় নেমে আন্দোলন ও বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা প্রয়োজনে রাস্তায় নামবেন এবং আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: নিকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার, যা বলল শিবির

তবে দুপুরের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের সঙ্গে এসে কথা বলা শুরু করে। এ মুহূর্তে দায়িত্বরত শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন। তবে ছাত্রদের পক্ষ থেকে সব দাবি পূরণ না হলে আন্দোলন বন্ধ হবে না বলতে শোনা গেছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সেমিস্টার ফি কমানো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে দফায় দফায় বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এই কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ