পুনরায় গণরুম চায় না শেকৃবি শিক্ষার্থীরা

পুনরায় গণরুম চায় না শেকৃবি শিক্ষার্থীরা
পুনরায় গণরুম চায় না শেকৃবি শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি প্রক্রিয়ায় কোটা পদ্ধতির সংস্কার ও আবাসিক হলগুলোতে গণরুমের সংস্কৃতি পুনরায় চালু না করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এতে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীরা জানান, সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে অথচ শেকৃবি ভর্তিতে এখনও প্রায় ১১.১৭ ভাগ কোটা বহাল আছে। যার মধ্যে বেশিরভাগই অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ কোটা সংস্কার করে ৪ শতাংশে নামিয়ে আনার আহবান জানান তারা। পোষ্য কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, খেলোয়াড় কোটা এবং বিকেএসপিসহ অন্যান্য কোটা বাদ দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা রেখে সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিকে ভর করে গণরুম প্রথা পুনরায় চালু হওয়ার পরিস্থিতি যাতে তৈরি না হয় ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ারও আহবান জানান তারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আশিক আহমেদ বলেন, ভর্তি প্রক্রিয়ায় বিদ্যমান থাকা কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানাচ্ছি। যে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ভর্তি প্রক্রিয়ায় মেধাবীদের বাদ দিয়ে কোটা প্রথা চালু রেখে বৈষম্য সৃষ্টি করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বর্তমানে ভর্তি প্রক্রিয়ায় বিদ্যামান থাকা ১১ শতাংশ কোটার সংস্থার করে ৪ শতাংশ করার দাবি জানাচ্ছি । এছাড়া গণরুম প্রথার বিরুদ্ধে আমাদের অবস্থান। গণরুম প্রথার কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া গণরুম প্রথা বিদ্যামান রেখে সাধারণ শিক্ষার্থীদের সিট দেওয়ার প্রত্যাশা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ইতিহাস পূর্বে আমরা দেখেছি। ক্যাম্পাসে যদিও বর্তমানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তবে ছাত্ররাজনীতিতে সুবিধা নেয়ার জন্য নতুন শিক্ষার্থীদের ব্যবহারের উদ্দেশ্য ক্যাম্পাসে গণরুম চালু করার আশংকা করছি। আমরা বলতে চাই, হাসিনা গেছে যেই দিকে, গণরুম যাবে সেই দিকে।


সর্বশেষ সংবাদ